আইন ও অপরাধ

বিকাশ প্রতারণা চক্রের ৯ সদস‌্য আটক 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের প্রধানসহ নয়জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের প্রধান ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে জানান, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিকাশ প্রতারণা চক্রের প্রধানসহ নয় সদস্যকে আটক করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। আটক ব‌্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে জনগণের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্র চারটি গ্রুপে ভাগ হয়ে কাজ করে। প্রথম গ্রুপ টাকা বিকাশ করার কথা বলে বিভিন্ন দোকানে অবস্থান নেয়। তারা গোপনে দোকানের খাতায় লেখা মোবাইল নম্বরের ছবিতে তুলে নেয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা দ্বিতীয় গ্রুপের কাছে পাঠায়। দ্বিতীয় গ্রুপের সদস‌্যরা বিকাশ দোকানদার সেজে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে, টাকা পেয়েছেন কি না। যদি বলা হয়, টাকা পেয়েছি কিন্তু ক্যাশ আউট করা হয়নি, তাহলে প্রতারক চক্র ওই টাকা হাতিয়ে নিতে নানা প্রতারণার আশ্রয় নেয় বা কৌশল অবলম্বন করে। তখন তারা বলে, অন্য জায়গায় টাকা পাঠাতে গিয়ে নম্বরটি লক হয়ে গেছে। লক ঠিক করতে বিকাশ অফিসে যোগাযোগ করতে হবে। আরও দুটি গ্রুপ বিভিন্নভাবে প্রতারণার মাধ‌্যমে টাকা হাতিয়ে নেয়। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করছে।