আইন ও অপরাধ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলক্ষেত এলাকায় ১৫ বছর আগে স্ত্রী হত্যার দায়ে স্বামী শামীম ওরফে সাগরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানি জারি করেছেন।

জানা যায়, ২০০২ সালের ২৩ ডিসেম্বর ফারজানা ইয়াসমিনের শামীম ওরফে সাগর সঙ্গে বিবাহ হয়। বিয়ের পর থেকে শামীম বিভিন্ন সময়ে তার শ্বশুরের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিতেন। টাকা দিতে না পারলে ফারজানাকে মারধর করতেন।

২০০৫ সালের ২৯ ডিসেম্বর শ্বশুড় বাড়ি খিলখেত বাসায় এসে শামীম ফারজানা ইয়াসমিনকে ড্রয়িংরুমে চুরি দিকে পেটে আঘাত করেন। পরে ফারজানাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাই বাদী হয়ে খিলক্ষেত থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

২০০৬ সালের ২৪ মার্চ মামলাটি তদন্ত করে খিলক্ষেত থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আইনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৫ জুন আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।