আইন ও অপরাধ

সাড়ে ৬৯ লাখ টাকার সম্পদে ফাঁসলেন সাব-রেজিস্ট্রার

সাড়ে ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে বরিশালের সাবেক সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বরিশাল বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন।   এর আগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, দুদকের তদন্তে আসামি মো. সিরাজুল ইসলামের নামে মোট ৭৩ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া যায়। কিন্তু দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ে তার নিজ নামে ও স্ত্রীর নামে মোট ৩ লাখ ৮৬ হাজার ৬৪২ টাকার আয়ের উৎস পাওয়া যায়। অর্থ্যাৎ সিরাজুল ইসলাম সাব-রেজিস্ট্রার পদে চাকরি নিয়ে অবৈধ উপায়ে মোট ৬৯ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।  যা তার নিজ নামে ও স্ত্রী-সন্তানের নামে গড়েছেন।  তিনি সর্বশেষ বরিশাল থেকে অবসরে যান।  

তদন্তে সাবেক ওই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।