আইন ও অপরাধ

দেড় কোটি টাকার সম্পদের আসামি বিদ্যুতের হিসাব সহকারী

প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের হিসাব সহকারী মো. নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. নুরুল আমিন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) হিসাব সহকারী। তিনি অসৎ উদ্দেশ্যে দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে ২০১৮ সালের ৪ মার্চ মো. নুরুল আমিনের নামে দুদকের সম্পদ বিবরণী নোটিশ জারি করলে ২০১৮ সালের ২২ মার্চ তিনি স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দাখিল করেন।