আইন ও অপরাধ

জামিন পেলেন কবি হেনরী স্বপন 

খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের কবি হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  পাশাপাশি এই মামলার আরও দুই আসামিরও জামিন মঞ্জুর করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। আদালতের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।   জামিন পাওয়া বাকি দুজন হলেন আলফ্রেড সরকার ও জুয়েল সরকার।

এর আগে আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে  আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে ২০২১ সালের ২২ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখও ধার্য করা হয়েছে। 

উল্লেখ‌্য, চলতি বছরের ২০১৯ সালের ১৫ মে বরিশাল কাথলিক চার্চের যাজক ফাদার লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরি স্বপনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর গত চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) ফিরোজ আল মামুন চার্জশিট দাখিল করেন।