আইন ও অপরাধ

এএসপি হত্যায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে: আইজিপি

রাজধানী আদাবরে মাইন্ড এইড হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মোহাম্মদ আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন বিভাগ। 

বার্তায় বলা হয়, এএসপি আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় আইজিপির  নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।  সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার (৯ নভেম্বর) সকালে আদাবরে মাইন্ড এইড হাসপাতালে  চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম নিহত হন।  এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।