আইন ও অপরাধ

মৎস্যজীবী লীগ নেতাসহ ২ জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বাংলাদেশ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আলী খানসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম মাফরুজা পারভীনের আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিম। আদালত ভিকটিমের জবানবন্দি নিয়ে ভাটারা থানাকে অভিযোগের বিষয়টি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

অপর আসামি হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ।

বাদীপক্ষের আইনজীবী রাজু আহমেদ রাজীব বিষয়টি সাংবাদিকদের জানান।

অভিযোগে বলা হয়- আসামি শামীম আহমেদ মুরাদের সঙ্গে বাদীর পূর্ব পরিচয় ছিল। সে কারণে গত ২৭ অক্টোবর চাকরির আশায় বাদী শামীম আহম্মেদ মুরাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ভিকটিমকে শামীম আহম্মেদ অপর আসামি রেজওয়ান আলী খানের অফিসে সাক্ষাৎ করতে বলেন।  কাজ পাওয়ার উদ্দেশ্যে গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছানোর পর বাদী শামীম আহম্মেদ মুরাদকে দেখতে পান। কিন্তু তার দেওয়া ঠিকানায় বাদী কোনো অফিস দেখতে পান না। এরপর আসামি শামীম তাকে বলে স্যার (রেজওয়ান আলী খান) ভেতরের রুমে আছেন। ভিকটিম রুমে প্রবেশ করা মাত্র দুই আসামি তার ওপর যৌন নির্যাতনসহ ধর্ষণের চেষ্টা করেন।