আইন ও অপরাধ

ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বজলুর রশীদ।

দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন। তিনি বলেন, তথ্য গোপন করে গত ২৯ অক্টোবর জামিন নেন বজলুর রশীদ। তার জামিন বাতিলের প্রার্থনা করছি।

আসামিপক্ষের আইনজীবী বলেন, তিনি কোনো তথ্য গোপন করেননি। তার স্থায়ী জামিনের আবেদন করছি।

তখন বিচারক বলেন, আমিতো রেগুলার কোর্ট না, চার্জের কোর্ট। নিয়মিত কোর্টে শুনানি হোক।

তখন মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, রেগুলার কোর্ট সাত দিনের ট্রেনিংয়ে আছে। জরুরিভিত্তিতে শুনানি করা দরকার। শর্ট টাইম দেওয়া হোক।

শুনানি শেষে আদালত ৮ ডিসেম্বর পর্যন্ত বজলুর রশীদের জামিন বাড়ানোর আদেশ দেন। ওই দিন জামিন বাতিলের শুনানি হবে। একইদিন সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করেন আদালত

গত ২২ অক্টোবর মামলাটিতে বজলুর রশীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন তিনি।