আইন ও অপরাধ

উত্তরায় বোমা উদ্ধার: আরও ৪ জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে ৩১ হাত বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সোহরাব হোসেন, তৌহিদুল ইসলাম ওরফে হাসিব, সেলিম মিয়া ও উজ্জল মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি সোহরাবের পক্ষে তার অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে অপর আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত সোহরাবের জামিন আবেদন নামঞ্জুর করেন।

শনিবার (২১ নভেম্বর) উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

এরআগে মালাটিতে মামুন পারভেজ ও মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালত তাদের দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ নভেম্বর রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার ১৩ নম্বর রোডের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ওইদিনই উত্তরা জোনাল টিমের এসআই নাসির উদ্দিন উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা/মামুন/এসএম