আইন ও অপরাধ

‘পুলিশ সদস‌্যরা মাদকের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা’

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি—মিডিয়া) মো. সোহেল রানা বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য মাদক সেবন বা মাদক ব্যবসায় জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সোহেল রানা বলেন, ‘পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশ সদর দপ্তর পাঁচটি মূল লক্ষ্য নির্ধারণ করে পুলিশকে জনবান্ধব করতে ও সেবার মান বাড়াতে কাজ করছে। এই পাঁচটি লক্ষ্যের অন্যতম হচ্ছে—মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা। পুলিশের কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবে জড়িয়ে যান বা মাদক ব্যবসায় কাউকে সহযোগিতা করেন এবং নিজেরা যদি কখনও মাদক গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকাসক্ত ১০ সদস্যকে চাকারিচ্যুত করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মাঠ পর্যায়ের ইউনিটগুলো এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। পুলিশের কোনো সদস্য মাদক গ্রহণ করেছেন, এমন সন্দেহ হলে তার ডোপ টেস্ট করছি এবং প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

এ পর্যন্ত পুলিশের ৬৮ সদস‌্যের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন উপ-পরিদর্শক (এসআই), একজন সার্জেন্ট, পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল। তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে পুলিশের। ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়।