আইন ও অপরাধ

‘দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নেবে দুদক’

দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব  মো. দিলোয়ার বখত। তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেবে দুদক।’ 

বুধবার (৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সামনে  রিপোর্টার্স অ‌্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মানববন্ধনে দুদক সচিব এসব কথা বলেন। 

‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে দুদক সচিব বলেন, ‘পৃথিবীর সব দেশ আজ একসঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত হয়। যার ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।’

দুদক সচিব বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের ধরতে দুদককে আরও আধুনিকায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

'শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারে ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হচ্ছে।