আইন ও অপরাধ

নোয়াখালী ভবনে আগুন: তদন্ত কমিটি গঠন 

রাজধানীর চকবাজারের নোয়াখালী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন রাইজিংবিডিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। 

নোয়াখালী ভবনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা।

উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, কমিটি সব বিষয়গুলো তদন্ত করে দেখবে।  

তবে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন জ্বলে ওঠে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, চারতলার ওই ভবনে ২৫টির মতো প্লাস্টিকের ছোট ছোট কারখানা রয়েছে। যেসব কারখানায় বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানা হওয়ায় ভবনের ভেতরে বেশি মানুষ ছিলো না। তারা ছাদে উঠে পাশের ভবন দিয়ে নেমে জীবনরক্ষা করেন। হতাহতের খবর পাওয়া যায়নি।