আইন ও অপরাধ

‘ঢাকার সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরে যত ভাস্কর্য আছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন এগুলো নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশৃঙ্খলা এড়াতে সতর্কভাবে কাজ করতে হবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্য আছে, সেগুলোতে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজন হলে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।’

করোনা মহামারির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বাংলাদেশ এর বাইরে নয়। তবে আমাদের পেশাগত দায়িত্ব পালন করার কোনো বিকল্প নেই। করোনা মোকাবিলা করতে গিয়ে আমাদের অনেক কর্মকর্তা ও সদস্য মারা গেছেন। এ কারণে সতর্কতার সঙ্গে ও যথাসম্ভব জনসমাগম এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।’

একটি চিহ্নিত মহল যেকোনো উৎসবে সুযোগ নেওয়ার চেষ্টা করে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সুযোগ নিতে পারে দুর্বৃত্তরা। তারা যেন সে ধরনের সুযোগ নিতে না পারে, সেজন্য পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশকে রাজধানীতে নজরদারি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

নভেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন জোনে ভালো কাজ করা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও সদস‌্যদেরও পুরস্কার দেওয়া হয়।