আইন ও অপরাধ

মাদক কারবারির গুলিতে এএসআই আহত: ১ জনের জামিন, ২ জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারির গুলিতে এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামির মধ্যে ২ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম মনিরুজ্জামান এই আদেশ দেন।  এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার এসআই ফারুকুল ইসলাম। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আসাদুজ্জামান ও সাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এছাড়া, আরেক আসামি মনিরুজ্জামানের জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর ৩ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ভোরে গোপন সংবাদে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাসায় থাকা মাদক কারবারি ইব্রাহিমের নেতৃত্বে ৪ জন অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে এএসআই উজ্জ্বল গুলিবিদ্ধ হন। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।