আইন ও অপরাধ

৭৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৬

রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণখান থানার গুলবার মুন্সি সরণি রোড থেকে সাপের বিষসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

এতে বলা হয়, কাচের জারে রাখা ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত ভিডিও ও বই উদ্ধার করা হয়।