আইন ও অপরাধ

কামরাঙ্গীরচরে কিশোর হত্যা: গ্রেপ্তার ৬

রাজধানীর কামরাঙ্গীরচরে সিফাত (১৪) হত্যার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) সকালে কামরাঙ্গীরচর থানাধীন ইব্রাহিম নগর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিফাত হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।

কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, কামরাঙ্গীরচরের করিমাবাদ সরকারবাড়ি এলাকায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সিফাতের সঙ্গে গ্রেপ্তারকৃতদের কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে ইব্রাহিম নগরের বরিশাইল্যা গলিতে সিফাতের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এ সময় তাকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সিফাতকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে নেওয়া হয় ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সিফাতের মৃত্যু হয়।

তিনি আরও জানান, সিফাত হত‌্যার ঘটনায় ভিকটিমের নানার অভিযোগের পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। আজ (৯ জানুয়ারি) গ্রেপ্তার করা ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ‌্য, গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ছুরিকাঘাতে সিফাতের মৃত্যু হয়।