আইন ও অপরাধ

কিশোর গ্যাং মোকাবিলায় সমাজকে এগিয়ে আসতে হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে বড় সমস্যা এখন কিশোর গ্যাং। একে মোকাবিলা করতে হবে। সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ এই কিশোর-কিশোরীরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ তথা, ২০৪১ সালের ধনী দেশের প্রতিনিধিত্ব করবে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে র‍্যাব সদর দপ্তরে শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা, বই বিতরণ এবং সনদপত্র প্রদান’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মিশে, কি করে, কখন যায়, এটা প্যারেন্টাল কন্ট্রোল।  এটি অবশ্যই সন্তানের বাবা মাকে নিতে হবে।

পুলিশ প্রধান বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের নিচে বয়সী সবাই শিশু। মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হইচই করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন। কিন্তু কলাবাগানে যে ঘটনা ঘটেছে তা কিন্তু সুস্পষ্ট ক্রাইম। এখানে ধর্ষণের পাশাপাশি মৃত্যু ঘটানো হয়েছে।