আইন ও অপরাধ

সেলিনা হত্যা: স্বামী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর কালশীতে সিরামিক কারখানায় সেলিনা খাতুন নামের এক নারীকে হত্যার মামলায় তার স্বামী রবিউল হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অনয় চন্দ্র আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিউলের বড় ছেলে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ রবিউল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।