আইন ও অপরাধ

ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের ডিসি পরিচয় দিয়ে চাকরি ও বদলির প্রলোভন, চাঁদাবাজিসহ নানা ধরনের প্রতারণার অভিযোগ আছে।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে মিরপুরের বড়বাগ এলাকায় একটি বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে মিরপুর এলাকার পুলিশের ডিসি হিসেবে পরিচয় দিতো। তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে চাকরি দেওয়া ও বদলির প্রলোভন, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ পাওয়া আছে। এসব অভিযোগে আগেও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।