আইন ও অপরাধ

আবরার হত্যা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্য অব্যাহত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে।

রোববার (২৪ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে জবানবন্দি দেন মো. ওয়াহিদুজ্জামান। তবে এদিন তা শেষ হয়নি। আগামীকাল সোমবার অবশিষ্ট জবানবন্দি এবং জেরার দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

আবরার হত‌্যা মামলায় মোট আসামি ২৫ জন। তাদের মধ্যে ২২ জন কারাগারে। রোববার তাদের আদালতে হাজির করা হয়। তিনজন পলাতক। ৮ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে পেটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

৭ অক্টোবর ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।