আইন ও অপরাধ

বাসচাপায় ভিডিও এডিটর নিহত: চালকের সহকারীর দোষ স্বীকার

রাজধানীর নর্দায় বাসচাপায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের মামলায় চালকের সহকারী মামুন হাওলাদার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) এক দিনের রিমান্ড শেষে মামুন হাওলাদারকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বেলাল হোসেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তার জবানবন্দি রেকর্ড করেন। পরে মামুন হাওলাদারকে কারাগারে পাঠানো হয়।

গত ৩০ জানুয়ারি মামুন হাওলাদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২৮ জানুয়ারি তাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৭ জানুয়ারি বিকেলে অফিস শেষে মোটরসাইকেলে করে রাজধানীর নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত গোপাল সূত্রধরকে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।