আইন ও অপরাধ

স্বাস্থ্যের সেই মালেকের বিরুদ্ধে মামলা: চার্জশুনানি ২৮ ফেব্রুয়ারি

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। এরপর আদালত চার্জ শুনানির এই তারিখ ঠিক করেন।

এরআগে গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই মেহেদী হাসান চৌধুরী চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।