আইন ও অপরাধ

খালেদা জিয়ার নাইকো মামলার শুনানি ২ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় চার্জ শুনানির তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ ২ মার্চ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)  ঢাকার ৯ নম্বর বিশেষ আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলার চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।

কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত সময় আবেদন মঞ্জুর করেন। 

উল্লেখ‌্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা  জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।