আইন ও অপরাধ

আল জাজিরার প্রতিবেদন: ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার মহাপরিচালক (এডিটিং কাউন্সিল) মোস্তফা সোউয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আদেশের দিন পিছিয়ে আগামী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলার আদেশের দিন ধার্য ছিল। কিন্তু ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত তা পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক এসব তথ‌্য জানিয়েছেন। তিনি বুধবার (১৭ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন।

মামলার অন‌্য আসামিরা হলেন—শায়ের জুলকারনাইন ওরফে সামি, ইনডিপেডেন্ট ওয়ার্ল্ড রিপোর্টের সম্পাদক তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

মশিউর মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ‘‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’’ শীর্ষক প্রতিবেদনে সম্মানহানিকর বক্তব্য দিয়ে ষড়যন্ত্র করেছে আল জাজিরা। তারা মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।’

মামালার আবেদনে বলা হয়, ‘আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়েছে। তারা যৌথভাবে অজ্ঞাত সহযোগীদের নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন বানিয়ে গত ১ ফেব্রুয়ারি রাতে প্রচার করে। প্রতিবেদনটি ইউটিউবেও ব্যাপকভাবে প্রচার করে। পরের দিন তা বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় প্রচার হয়।’