আইন ও অপরাধ

আইএমইআই পরিবর্তন করে অপরাধে সহায়তা করত তারা

বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন‌্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া ও পল্টন থানাধীন গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মো. সফিকুল ইসলাম, মো. মাসুদ আহমেদ রানা, মো. ইমন, মো. সিরাজ আলী, রানা হাজরা ও মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে CM2 DONGLE সফটওয়‌্যারের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরির্বতন করে অপরাধীদের সাহায‌্য করত।