আইন ও অপরাধ

পরকীয়ার জেরে খুন হন সুমন: র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুর থেকে দিনাজপুরে চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে বলে শফিকুল স্বীকার করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানার রায়ের বাজার লিটনের রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে সন্দেভাজন আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।  শফিকুল দুই বিয়ে করেন।  প্রথম স্ত্রী মোছা. সাজেদা খাতুন, দ্বিতীয় স্ত্রী মোছা. মিনা ইয়াছমিন বিথী।  শফিকুলের দ্বিতীয় স্ত্রী মিনার সঙ্গে সুমনের পরকীয়া ছিল।  এ শত্রুতার জেরে শফিকুল সুমনকে গাঁজা, চোলাইমদ খাইয়ে কৌশলে ২৮ জানুয়ারি  দিনাজপুর কোতয়ালি থানার ফাজিলপুর ইউনিয়নের পূর্বপারগাঁও গ্রামের আত্রাই নদীর পাশে সুমনের গলায় মাফলার পেচিয়ে  হত্যা করে।  শফিকুল ইসলাম হত্যার সঙ্গে  জড়িত থাকার কথা স্বীকার করেছেন।