আইন ও অপরাধ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় মুর্শিদার ৪ বছর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় মুর্শিদা বেগম নামের এক নারীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়ে দুর্নীতি দমন কমিশনের আইনের ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ২৩ লাখ ৮৫ হাজার ১৯০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয়েছে। একই সঙ্গে অসাধু উপায়ে অর্জিত ২৩ লাখ ৮৫ হাজার ১৯০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, মুর্শিদাকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য ২০১৫ সালের ১৫ ডিসেম্বর নোটিশ পাঠায় দুদক। পরের বছর ১১ জানুয়ারি তিনি সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তে ১০ লাখ ৯৪ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২৪ লাখ ৩৫ হাজার ১৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। ওই ঘটনায় ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান।

একই বছরের ১৮ ডিসেম্বর এ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের একই কর্মকর্তা। পরে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।