আইন ও অপরাধ

আতঙ্ক ছড়ানো সেই অশ্বারোহী গ্রেপ্তার

নরসিংদীর ভোলানগরে ঘোড়ায় চড়ে উস্কানিমূলক স্লোগান দেওয়া, ভয়ভীতি দেখানো এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগে সৈকত হোসেনকে (২০ এপ্রিল) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৩ এপ্রিল) র‌্যাব-১১ এর অভিযানিক দল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ব্যারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৈকত হোসেন নরসিংদীর পলাশ উপজেলার চালুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

গত ২৮ মার্চ সৈকত হোসেনসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন এবং মানুষকে ভয়ভীতি দেখান। সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়।     

সৈকত হোসেনের বিরুদ্ধে ভীতি ও ত্রাস সৃষ্টি, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যালয়ের অভিযোগ নরসিংদীর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।