আইন ও অপরাধ

হেফাজত নেতা শরীফউল্লাহ ১ দিনের রিমান্ডে

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক আয়ান মাহমুদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে মুফতি শরিফউল্লাহর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে ১৩ এপ্রিল সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ। যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফল্লাহ। ২০১৩ সালের রাজধানীর শাপলা চত্তরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় ওই বছরের ৬ মে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।