আইন ও অপরাধ

মুভমেন্ট পাস না থাকায় জরিমানা

রাজধানীর শাহবাগ এলাকায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব) এর ভ্রাম‌্যমাণ আদালত অভিযান চালায়। এ সময়  চলাচলকারী পথচারীদের কাছে ‘মুভমেন্ট পাস’ চেক করা হয়। মুভমেন্ট পাস না থাকলে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। 

ভ্রাম‌্যমাণ আদালতের নির্বাহী ম‌্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

পলাশ কুমার বসু বলেন, ‘আমরা পথচারীদের কাছে রাস্তার বের হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখেছি। দেখাতে পারলে ছেড়ে দিচ্ছি। উপযুক্ত কারণ দেখাতে না পারলে কিংবা মুভমেন্ট পাস দেখাতে না পারলে ন্যূনতম ২০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করেছি।’

ম‌্যাজিস্ট্রেট আরও বলেন, ‘বিভিন্ন কারণে লোকজন রাস্তায় বেরিয়েছেন।  কেউ টিকা দেওয়ার জন্য, কেউ ওষুধ কিনতে কেউ বা ব্যাংকসহ বিভিন্ন অফিসিয়াল কাজের উদ্দেশ‌্যে।  অনেকের কাছেই মুভমেন্ট পাস ছিল। যাদের কাছে ছিল না, তাদের জরিমানা  গুনতে হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আজ ১৫ জনকে জরিমানা করা হয়েছে।  সবমিলিয়ে জরিমানা আদায় করা হয়েছে ৭ হাজার টাকা। তবে, জরিমানা আদায় করা নয়, মানুষকে সচেতন করার জন্যই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।  এটা নিয়মিত পরিচালিত হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাস রোধে দেশে ১৪ এপ্রিল থেকে লকডাউন চলছে। এটি চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এ লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন।