আইন ও অপরাধ

মেয়াদ বসিয়ে টেস্টিং কীট বাজারজাত, গ্রেপ্তার ৯

মেডিক‌্যাল ডিভাইস ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীটে নতুন করে  মেয়াদ বসিয়ে বাজারজাত করছে একটি প্রতারক চক্র। এরকম ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-২।  অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-২ জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে অননুমোদিত মেডিক‌্যাল ডিভাইস আমদানিকরণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে রাজধানীর ৩ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ভেজাল মেডিক‌্যাল কীট ও রি-এজেন্ট জব্দ করা হয়।  এ সময় মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।