আইন ও অপরাধ

করোনা রোধে র‌্যাবের সচেতনতামূলক কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে র‌্যাব-১। এরই অংশ হিসেবে রাজধানীতে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে র‌্যাব। এছাড়া টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৬ এপিল) দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার রাইজিংবিডিকে বলেন, র‌্যাব-১ এর আওতাধীন এলাকায় গত দুইদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম  অব্যাহত রয়েছে।  নিয়মিত টহলও অব‌্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন পালন করতে র‍্যাব-১ নিজস্ব এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল, রোবাস্ট প্যাট্রোল, বিশেষ চেকপোস্ট ইত্যাদি পরিচালনা করা হচ্ছে। এছাড়াও, জনসচেতনতা সৃষ্টির জন্য পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।  একইসঙ্গে এই সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না আসেন সেজন্য র‌্যাবের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাঠ পর্যায়ে কাজ করছে।