আইন ও অপরাধ

হেফাজতের মামলাগুলো তদন্ত করবে সিআইডি

ঢাকা ও ঢাকার বাইরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলার তদন্তের ভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৯ এপ্রিল) রাতে সিআইডি’র প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে।