আইন ও অপরাধ

হেফাজতের সহকারী মহাসচিব আতাউল্লাহ গ্রেপ্তার

পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। 

বুধবার (২০ এপ্রিল) দুপুরে র‌্যাবের সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ‌্য জানানো হয়।  

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে মোহাম্মদপুর রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে মাওলানা আতাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।   র‌্যাব জানায়, গত ২৯ মার্চ পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, পল্টন ও আশপাশের এলাকায় হেফাজতে ইসলাম মোদিবিরোধী বিক্ষোভের নামে যে তাণ্ডব, অগ্নিসংযোগ-ভাঙচুর, হামলা ও সংঘর্ষ করে এসবের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানায়, আতাউল্লাহকে গ্রেপ্তারের মাধ্যমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ১১ নেতাকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে গত রোববার সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি এখন ৭ দিনের রিমান্ডে আছেন। আরও বেশ কয়েকজন হেফাজত নেতা গোয়েন্দা নজরদারিতে আছেন বলে পুলিশ জানিয়েছে।