আইন ও অপরাধ

মামুনুল হকের আরও ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন

নাশকতার অভিযোগে ২০১৩ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার দেখানোসহ তার আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) আদালতে এ আবেদন করা হয়। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আদালত সূত্র জানায়, বেআইনি সমাবেশ, হত্যাচেষ্টা, চুরির অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় গত ১৯ এপ্রিল মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) সাত দিনের রিমান্ড শেষ হবে। মঙ্গলবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে। এর পরেই মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।