আইন ও অপরাধ

হেফাজতের দুই নেতা কারাগারে

রাজধান‌ীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সংগঠনটির নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদের এবং মুফতি নুরুজ্জামান নোমানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ এপ্রিল) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ এপ্রিল নুরুজ্জামান নোমানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংগঠনটি।  এ ঘটনায় সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন, মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।