আইন ও অপরাধ

পুরান ঢ‌াকায় নিষিদ্ধ ওষুধ জব্দ, গ্রেপ্তার ১

পুরান ঢাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাব-১০। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৩০ এপ্রিল) র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পুরান ঢাকার মঞ্জুর মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দোকান থেকে ৮৯ পিস প্যাথেডিন ইঞ্জেকশন, ১৮৭ পিস জি মরফিন ট্যাবলেট ও ৩ হাজার ৩১৭ পিস নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। এ সময় ওষুধ কালোবাজারি চক্রের সদস্য গোবিন্দ বর্মনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ওষুধের দাম প্রায় ৫ লাখ টাকা।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গোবিন্দ বর্মন দীর্ঘদিন ধরে প্যাথিডিন ও নিষিদ্ধ বিদেশি ওষুধ কালোবাজার থেকে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিল।

নিষিদ্ধ ওষুধ জব্দের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।