আইন ও অপরাধ

হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবীব আবারও রিমান্ডে

রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবীবের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা এক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এছাড়া গত মার্চ মাসে জাতীয় মসজিদ বায়তুল মোকররমে সহ্সিতার ঘটনায় পল্টন থানার আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ।

আসামির পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

গত ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের যৌথ দল জুনায়েদ আল হাবীবকে গ্রেপ্তার করে। এরপর কয়েকদফা তাকে রিমান্ডে নেওয়া হয়।