আইন ও অপরাধ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষ করেছেন হেফাজতের শীর্ষ কয়েকজন নেতা।

মঙ্গলবার (৪ মে) রাতে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে তারা বেরিয়ে যান।

বৈঠকে মন্ত্রীর কাছে হেফাজত নেতারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বলে জানা গেছে।

জানা গেছে, হেফাজতে ইসলামের নেতারা মন্ত্রীর কাছে ২০১৩ সালের (৫ মে) শাপলা চত্বরে নাশকতায় কেন্দ্রীয় নেতাদের নামে মামলা, সম্প্রতি একই অভিযোগে,নেতাদের নামে মামলা, গ্রেপ্তার, ইসলামিক আইন বাস্তবায়ন সহ নানা বিষয় নিয়ে তারা সুপারিশ তুলে ধরেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া হয়।