আইন ও অপরাধ

সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার এক

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। 

বৃহস্পতিবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া হামলার প্ররোচনায় উগ্রবাদী সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে বুধবার (৫ মে) সন্ধ্যায় শেরেবাংলা নগর থেকে গ্রেপ্তার করা হয়। এছড়া হামলা প্ররোচনায় উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ।