আইন ও অপরাধ

সংসদ ভবনে হামলার পরিকল্পনা: গ্রেপ্তার দুজন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মে) পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিদের পক্ষে আইনজীবী ছিল না।

রিমান্ডে নেওয়া আসামিরা হলো—নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামা।

এর আগে বুধবার (৫ মে) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই দিন রাজবাড়ি থেকে আলী হাসান ওসামাকে গ্রেপ্তার করা হয়।