আইন ও অপরাধ

হেফাজত নেতা মুফতি ফখরুল কারাগারে

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার( ৮ মে) পুলিশ মুফতি ফখরুল ইসলামকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামির পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ এপ্রিল রাজধানী থেকে মুফতি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের জোনাল টিমের সদস্যরা (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।