আইন ও অপরাধ

পদ্মায় নৌ দুর্ঘটনা: স্পিডবোটের মালিক গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে পদ্মায় বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে  ২৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

রোববার (৯ মে) দুপুরে র‌্যাবের সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ‌্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, কেরানীগঞ্জ থেকে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় আসামি।

র‌্যাব সদরদপ্তর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান হোসেন জানান, এ বিষয়ে রোববার বিকেল ৪টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ‌্য, গত ৩ মে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু হয়। ওই দিন রাতে শিবচর থানায় নৌ পুলিশ বাদী হয়ে স্পিডবোটের মালিক-চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।