আইন ও অপরাধ

৪৮ এসপি র‌্যাবে

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৮ জন কর্মকর্তাকে প্রথমবারের মতো পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুরে র‌্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার মঈন আলী রাইজিংবিডিকে বলেন, পুলিশ বাহিনী থেকে যথাযথ ছাড়পত্র পাওয়ার পরে এসব কর্মকর্তারা স্ব স্ব পদে যোগ দেবেন। 

জানা গেছে, ৪৮ কর্মকর্তাসহ ৬৩ জনকে পদায়ন দিয়ে রোববার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়। এসপিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। তাদের সাবেক কর্মস্থলে সবকিছু বুঝিয়ে দিতে এবং নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি চলছে।  তবে তাদের সবাইকে পুলিশ বাহিনীর ছাড়পত্র নিয়ে যোগদান করতে হবে।