আইন ও অপরাধ

হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মে) ভোরে ভৈরবের একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আজ বিকেল ৪টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, জানান ঘটনার পরপরই তদন্ত নামে তদন্ত দল। এরপরই প্রযুক্তির সহযোগিতা নিয়ে আউয়ালেরর অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (১৮ মে)  রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।  বিকাল সাড়ে চার টায় পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।  নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন (৩৪)।  তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা।