আইন ও অপরাধ

সন্তানের সামনে বাবাকে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত মো. মানিক র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ মে) রাতে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তিনি নিহত হন।

শুক্রবার (২১ মে) সকালে র‌্যাবের হেড কোয়ার্টার্সের সিনিয়র সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মো. মানিককে নিয়ে অন্য আসামি ধরতে গেলে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

র‌্যাব জানায়, রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় অপর আসামিদের গ্রেপ্তার করতে যায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। তখন মানিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

গত রোববার (১৬ মে) বিকেলে পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে সাইনুদ্দিনকে (৩৪) কয়েকজন কুপিয়ে হত্যা করে। হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে মো. মানিককে  সাইনুউদ্দিনের পায়ের দিকে কোপাতে দেখা যায়।

*পল্লবীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত‌্যা