আইন ও অপরাধ

গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার 

রাজধানীর মিরপুরে তিতাসের দেড় হাজার গ্রাহকের গ‌্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ফারুখকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে র‌্যাব-৪ এর সদস‌্যরা তাকে গ্রেপ্তার করেন।

সোমবার (৭ জুন) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকার তিতাস গ্যাসের গ্রাহকের বিল জমা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। ফারুখ নিজেকে তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করেন।