আইন ও অপরাধ

জোবেদা হত‌্যা: স্বামীর দোষ স্বীকার

রাজধানীর ভাটারায় কুড়াল দিয়ে আঘাত করে জোবেদা খাতুনকে (২৮) হত‌্যার মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার স্বামী আবুল কাশেম।

শনিবার (১২ জুন) দুপুরে আবুল কাশেমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুমন মিয়া। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (১১ জুন) সকাল ৯টার দিকে ভাটারার সোলমাইদ পূর্ব পাড়া কাজিবাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতের কাছে থাকা কুড়াল দিয়ে জোবেদার মাথায় আঘাত করো কাশেম। ঘটনাস্থলেই মারা যান জোবেদা।

এ দম্পতির দুই সন্তান আছে। তারা কাজিবাড়িতে ভাড়া থাকতেন। সংসারে অভাবসহ ও অন্যান্য কারণে জোবেদা ও কাশেমের মধ্যে প্রায়ই কলহ হতো। শুক্রবার সকালে ঝগড়ার একপর্যায়ে কাশেম কুড়াল দিয়ে জোবেদাকে আঘাত করলে তিনি মারা যান। কাশেমকে আশপাশের লোকজন আটক করে পুলিশে খবর দেয়।

ওই ঘটনায় জোবেদার ভাই আবুল হাসেম আকন্দ ভাটারা থানার হত্যা মামলা দায়ের করেন।