আইন ও অপরাধ

বিটকয়েন বেচাকেনা, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ বিটকয়েন কেনাবেচার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে কয়েন ব্যবসায় ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুন) র‌্যাব-১০ এর মিডিয়া শাখার প্রধান এএসপি সোয়েব কবির রাইজিংবিডিকে বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রোববার (২০ জুন) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল নূরজাহান নগর এলাকায় অভিযান পরিচালনা করে এম এস খাঁন সোহান ও  হৃদয় সরকারকে গ্রেপ্তার করা হয়।  তারা অবৈধ ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচা করে। সোহানের বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্ল্যাটফর্মে ১০/১২টি অ্যাকাউন্ট রয়েছে।  আনুমানিক ২০ কোটি টাকা লেনদেন হয়েছে।  এছাড়া তারা গ্রাহকদের সাথে এই সাইটের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো-কারেন্সি বিক্রি করতো এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ, রকেট এজেন্ট নম্বর ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে অবৈধ অর্থ সংগ্রহ করতো।