আইন ও অপরাধ

কিশোর গ্যাং বিগ বসের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে কিশোর গ্যাং ‘বিগ বস’-এর ছয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার (২৬ জুন) দুপুরে র‌্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার ভোরে উত্তরা-পূর্ব থানার আইচি হাসপাতালের পূর্ব পাশে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘বিগ বস’-এর সক্রিয় সদস্য বাহাউদ্দিন হাসান শাওন, মো. শাকিল, মো. রিফাত হোসেন, মামুন, মো.সাইফুল ইসলাম রিফাত ও মো. রাব্বীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোয়েন্দা তৎপরতায় রাজধানীর উত্তরায় আধিপত্য বিস্তারকারী ‘বিগ বস গ্রুপ’, ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হৃদয় গ্রুপ’, ‘নন-স্টপ ড্যান্স গ্রুপ’সহ কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া যায়। এসব কিশোর গ‌্যাংয়ের সদস‌্যরা উত্তরার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানা অনৈতিক কাজে লিপ্ত। কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।